1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

রৌমারী উপজেলায় বৈজ্ঞানিক চিন্তার আলোকচ্ছটা

আকাশ খান (রৌমারী উপজেলা প্রতিনিধি)
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

আকাশ খান (রৌমারী উপজেলা প্রতিনিধি)
আজ (১৪ই জানুয়ারি ২০২৫)কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় দিনব্যাপী একটি বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে, যা এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এ মেলায় উপজেলার আটটি ইউনিয়নের মোট ১২টি হাই স্কুল ও মাদ্রাসা অংশগ্রহণ করেছে। এই আয়োজন শুধু শিক্ষার্থীদের প্রতিভার বিকাশ ঘটানোর জন্যই নয়, বরং এটি বিজ্ঞান মনস্ক একটি প্রজন্ম গড়ে তোলার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।
বিজ্ঞান মেলার মূল আকর্ষণ ছিল বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিজেদের উদ্ভাবিত প্রকল্প উপস্থাপন। স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা নিজস্ব চিন্তা-ভাবনা এবং সৃজনশীলতার মাধ্যমে নিত্যনতুন বৈজ্ঞানিক প্রকল্প তৈরি করেছে। কেউ বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্র তৈরি করেছে, কেউ তৈরি করেছে পরিবেশবান্ধব জ্বালানি, আবার কেউ উপস্থাপন করেছে অটোমেশনের মডেল। মেলায় দর্শনার্থীদের জন্য এই প্রকল্পগুলো ছিল অত্যন্ত শিক্ষণীয় এবং আকর্ষণীয়।
বিজ্ঞান মেলাটি রৌমারী উপজেলার সকল স্তরের মানুষের জন্য উন্মুক্ত ছিল। ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবক, শিক্ষক এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই মেলায় উপস্থিত হয়ে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তার সঙ্গে পরিচিত হয়েছেন। শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প দেখে দর্শনার্থীরা যেমন উৎসাহিত হয়েছে, তেমনি বিজ্ঞান সম্পর্কে তাদের আগ্রহও বেড়েছে

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি এই মেলার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের বৈজ্ঞানিক চিন্তাভাবনার বহিঃপ্রকাশ ঘটাতে পেরেছে। মেলার প্রকল্পগুলো ভবিষ্যতে উন্নত প্রযুক্তির ধারণা দানে সক্ষম।
পরিবেশ, বিদ্যুৎ ও জ্বালানি সংক্রান্ত প্রকল্পগুলো দর্শনার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করেছে।
এমন আয়োজন স্থানীয় মেধা বিকাশের পথ সুগম করে।

রৌমারী উপজেলার এই বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের মধ্যে এক নতুন অনুপ্রেরণা জাগিয়েছে। এটি বৈজ্ঞানিক গবেষণার প্রতি ছাত্র-ছাত্রীদের আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের সৃজনশীল মেধাকে আরও বিকশিত করার সুযোগ করে দিয়েছে। ভবিষ্যতে এমন আয়োজন আরও বেশি হওয়া প্রয়োজন, যা শুধু স্থানীয় পর্যায়েই নয়, জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রেও দেশের নাম উজ্জ্বল করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট