মোঃ ছায়েদ আলী(শ্রীমঙ্গল প্রতিনিধি)
রোজ মঙ্গলবার( ৮ জুলাই২০২৫ইং) রাত ৮ ঘটিকায়
একটি সবুজ ফণিমনসা সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন, শ্রীমঙ্গল শহরের নতুন বাজারে সুশেন্দ্র দেবের কলার আড়তে হঠাৎ একটি সাপ দেখে দোকানের কর্মচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে,
পরিস্থিতি বুঝে আড়তের মালিক সুশেন্দ্র দেব দ্রুত যোগাযোগ করেন শ্রীমঙ্গলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এর সঙ্গে, খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে আসেন, তাঁরা সাপটি শনাক্ত করেন সবুজ ফণিমনসা সাপ হিসেবে,
সঞ্জিত দেব ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ জানান, এর আগেও কয়েকবার এ ফণিমনসা জাতীয় সাপগুলো কলা বাজার থেকে উদ্ধার করা হয়,
সবুজ ও খয়েরী ফণিমনসা সাপ কলা গাছে থাকতে পছন্দ করে, এরা গহীন বনে কলার ছড়ির ভাঁজে জড়িয়ে থাকে, আর সে কারণে কলাবাগান থেকে কলার সঙ্গে বাজারে চলে আসে, সাপটি
সবুজ ও খয়েরি প্রজাতির ফনিমনসা সাপ ডিম থেকে বংশবৃদ্ধি করে থাকে,
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক
সঞ্জিত দেব আরো বলেন, খয়েরী ফণিমনসা মৃদু বিষধর সাপ,
পরবর্তীতে সাপটিকে সাবধানতার সঙ্গে উদ্ধার করা হয় এবং পরে শ্রীমঙ্গল বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।