1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০১:৫৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

মোংলা-ঢাকা আন্তনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন।

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫

শেখ মহিউদ্দিন (বাগেরহাট জেলা প্রতিনিধি)


মোংলা-ঢাকা এবং ঢাকা-মোংলা আন্তনগর দুটি ট্রেন চালুর দাবিতে মানববন্ধন করেছে মোংলার সর্বস্তরের মানুষ। মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১০টায় পৌর ভবনের সামনে এই কর্মসূচি পালন করেন তারা।

এ সময় বক্তারা বলেন, মোংলা দেশের দ্বিতীয় আন্তর্জাতিক সমুদ্রবন্দর এবং পর্যটন শহর। এ ছাড়া এখানে, ইপিজেড, অর্থনৈতিক অঞ্চলসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। কিন্তু মোংলার সঙ্গে রাজধানী ঢাকার সরাসরি কোনও রেল যোগাযোগের ব্যবস্থা নাই। পদ্মা সেতুর কল্যাণে মোংলার সঙ্গে সহজ যোগাযোগব্যবস্থা হওয়ায় এ অঞ্চলে অর্থনৈতিকভাবে গুরুত্ব বেড়েছে।

মোংলার সঙ্গে ঢাকার সরাসরি রেল যোগাযোগ খুবই জরুরি উল্লেখ করে তারা আরও বলেন, এই রেল সংযোগটি নির্মাণ করতে নতুন করে বড় অঙ্কের অর্থ ব্যয় হবে না। যেহেতু খুলনা থেকে বন্দর জেটি পর্যন্ত রেল সংযোগ স্থাপন করা আছে। এখন সামান্য অর্থ ব্যয় করে মোংলা-ঢাকা রুটে রেল চলাচল সম্ভব। এ ছাড়া ঢাকার সঙ্গে সরাসরি রেল যোগাযোগ চালু হলে আমদানি-রফতানির ক্ষেত্রে মোংলা বন্দর অনন্য ভূমিকা রাখবে। কারণ, তখন সারা দেশের সঙ্গে মোংলার সমন্বয় হয়ে যাবে।

রেল যোগাযোগব্যবস্থা না থাকায় এখানকার মানুষ অনেক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই অবিলম্বে মোংলা-ঢাকা এবং ঢাকা-মোংলা আন্তনগর দুটি ট্রেন চালু করতে হবে বলেও জানান বক্তারা।

এ সময় বক্তব্য রাখেন মোংলা বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী মো. জুলফিকার আলী, সিনিয়র সাংবাদিক ও ব্যবসায়ী আহসান হাবীব হাসান, নুর আলম শেখসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট