পুলক সরকার, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
০৮ জুলাই/২৫ইং জয়পুরহাটে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর পশ্চিম পার্শ্বে সীমানা সংলগ্ন অবৈধ দোকান ঘর নির্মাণের প্রতিবাদে ও বহিরাগতদের দ্বারা মাননীয় বিচারকবৃন্দদের হুমকির প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন করেছে বিএনপি পন্থী আইনজীবীরা।
জয়পুরহাটে ডিসির আশ্রয় প্রশ্রয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আদালত চত্বরে অবৈধভাবে ঘরনির্মাণ চেষ্টার অভিযোগে মানববন্ধন করেছে বিএনপি পন্থী আইনজীবীরা।
এসময় জেলা আইনজীবী ফোরামের আহ্বায়ক এটিএম মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, থানা বিএনপির সভাপতি এ্যাড. হেনা কবির, আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব চপল, সদস্য সচিব নাজমুল ইসলাম জনি, সদস্য নূর-ই-আলম সিদ্দিক প্রমুখ।
আইনজীবীদের অভিযোগ, জয়পুরহাটে জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরীর ইন্ধনে কথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আদালত চত্বরে অবৈধভাবে ঘরনির্মাণের চেষ্টা করছে তার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে বলে জানান।