শেখ মহিউদ্দিন (বাগেহাট জেলা প্রতিনিধি)
বাগেরহাটের মোংলায় ট্রলি উল্টে চালকসহ দুইজন নিহত এবং চারজন আহত হয়।
মোংলায় ধান কেটে বাড়ি ফেরার পথে ট্রলি উল্টে ২ জনের মৃত্যু হয়েছে এতে আহত হয়েছেন আরো ৪ জন আহতদের মধ্যে একজনকে খুলনা মেডিক্যালে পাঠানো হয়েছে বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
নিহত ও আহতদের পরিবার জানায় খুলনার লাউডোব থেকে ধান কেটে বাড়ি ফেরার পথে বুধবার ১৫ জানুয়ারি দিবাগত রাত দেড়টার দিকে মোংলার চাপড়া এলাকায় পৌঁছলে রাস্তার ওপরের পাথরের স্তুপে উঠে গেলে তাদের ট্রলিটি উল্টে যায় এ সময় ঘটনাস্থলে মারা যান চালক দিদার মোল্লা (২৫) পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান রোকন উদ্দিন খোকন (৬০) আহত ওয়াহেদ মল্লিককে (৪০) রাতেই খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন আইয়ুব সরদার (৪০) মিলন মল্লিক (৩৫) ও তাজমির শেখ (৩০)
নিহত ট্রলি চালক দিদারের বাড়ি খুলনার দাকোপ উপজেলার বানীশান্তায় নিহত রোকন উদ্দিন খোকনের বাড়ি মোংলার সোনাইলতলায় এ ছাড়া আহতদের সবার বাড়িও সোনাইলতলা এলাকায়
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আইয়ুব সরদার ও মিলন মল্লিক জানান তারা পেশায় পরবাসী (ধান কাটা শ্রমিক) তারা সবাই মিলে খুলনার দাকোপ উপজেলার লাউডোব এলাকায় ধান কাটতে গিয়েছিলেন ধান কাটার পারিশ্রমিক বাবদ তারা ৭১ বস্তা (৭০/৮০মণ) ধান পায় সেই ধান মোংলার মাছমারার সেলিমের মিলে নামিয়ে রেখে ওই ট্রলিতে করে বাড়ি ফিরছিলেন তারা পথিমধ্যে দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটেছে
মোংলা থানা ওসি মো আনিসুর রহমান বলেন এ ঘটনায় পরিবারের কোনো আপত্তি না থাকায় নিহতদের মরদেহ তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।