 
																
								
                                    
									
                                 
							
							 
                    
মোঃমাকসুদ আলম(লালমোহন প্রতিনিধি)
তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে ভোলা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা পর্যায়ে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা (অনূর্ধ্ব ১৭) উদ্বোধন হয়েছে। বেলুন ও ফ্যাস্টুন উড়ানোর মধ্য দিয়ে ভোলা সরকারি কলেজ মাঠে সোমবার (২০ জানুয়ারি) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক, ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মোহাম্মদ মহিউদ্দিন। এ সময় আরো উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল, জেলা তথ্য অফিসার নূরনবী, কমিটির সদস্য মুনতাছির আলম রবিন চৌধুরী, মোঃ মনিরুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার মোঃ সাইদুল ইসলাম। এ সময় জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।