মোঃহাফিজুর রহমান ( উপজেলা প্রতিনিধি মধুপুর)
টাঙ্গাইলের মধুপুর উপজেলার বিভিন্ন নবনির্মিত ভবন উদ্বোধন এবং উপজেলার গুরুত্বপূর্ণ কয়েকটি কার্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন জেলা প্রশাসক শরীফা হক।
মঙ্গলবার (২৮ জানুয়ারি২০২৫) বেলা ১১ টায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক শরীফা হক প্রথমে সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।
পরে শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহপাঠ ক্রমিক কার্ষক্রম সমুহের শুভ উদ্বোধন করেন। পরবর্তীতে উপজেলা চেয়ারম্যান ও প্রশাসকের নবনির্মিত ভবন, উপজেলা নির্বাহী অফিসারের বাস ভবন ও উপজেলা পাবলিক লাইব্রেরীর শুভ উদ্বোধন করেন। এছাড়াও উপজেলা পরিষদের গোল চত্বরে একটি বকুল গাছ রোপণ করেন।
তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও উপজেলা ভূমি অফিস পরিদর্শনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণের সাথে মতবিনিময় করেন এবং জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মীর্জা জুবায়ের হোসেন, সহকারী কমিশনার (ভুমি) রিফাত আনজুম পিয়া ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল কবীর সহ বিভিন্ন দপ্তরের প্রধানগন ও প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।