মোঃ আরাফাত আলী(নওগাঁ জেলা প্রতিনিধি):
নওগাঁর বদলগাছীতে বাচ্চাদের খেলাধুলাকে কেন্দ্র করে দুই পরিবারের মারামারিতে একজন নিহত।
শনিবার (১ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় দিকে বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ননুজ গ্রামে এই ঘটনাটি ঘটেছে। নিহত আসলাম হোসেন ননুজ গ্রামের মৃত খাজামুদ্দিনের ছেলে এবং আসলাম পেশায় একজন ভ্যানচালক ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকালে জমিতে বাচ্চাদের খেলাধুলাকে কেন্দ্র করে নুনুজ গ্রামের আসলাম হোসেনের ছেলে মারুফ (৯) কে চর-থাপ্পর মারে একই গ্রামের শাহীন হোসেনের মেয়ে সাকিলা (১৪)। এই নিয়ে পরবর্তীতে উভয় পরিবারের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। কথা কাটাকাটির এক পর্যায়ে সন্ধ্যার সময় উভয় পরিবারের মধ্যে মারামারি শুরু হয়। এতে আসলাম হোসেন (৫৫) ঘটনা স্থলেই নিহত হয়। আসলাম হোসেনের মারা যাওয়ার খবর পেয়ে শাহীন হোসেন বাড়িতে তালা দিয়ে পরিবারের লোকজনদের নিয়ে পালিয়ে যায়।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাজাহান আলী বলেন, বাচ্চাদের খেলাধুলাকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। শুনলাম যে সংঘর্ষের সময় আশেপাশে লাঠিও ছিলো। সেই লাঠির আঘাতেই হয়তো আসলাম মারা গেছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নওগাঁ সদর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার বিকেলে থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।