1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

রামু বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন

ওবাইদুল হক (স্টাফ রিপোর্টার)
  • প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

ওবাইদুল হক (স্টাফ রিপোর্টার)

কক্সবাজার জেলার রামু উপজেলাধীন রামু বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদিত হয়েছে। আজ বুধবার ০৫/০২/২০২৫ ইং তারিখ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক ড. বিপ্লব গাঙ্গুলি কর্তৃক স্বাক্ষরিত এক আদেশ/পত্র সূত্রে এ তথ্য জানা যায়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর ২০২৪ সালের প্রবিধান ৬৪ অনুসারে ০৬ মাসের জন্য ০৪ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

ম্যানেজিং কমিটির সভাপতি পদে শিক্ষা বোর্ড কর্তৃক মেরাজ আহমদ মাহিন কে মনোনীত করা হয়। শিক্ষক প্রতিনিধি হিসেবে জেলা শিক্ষা অফিসার কর্তৃক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক মংহ্লা প্রু কে মনোনীত করা হয়। অভিভাবক প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক এস. মোহাম্মদ হোসেন কে মনোনীত করা হয়। তাছাড়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে মনোনীত হন।

দুইটি শর্ত সাপেক্ষে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। শর্তসমূহ হলো: (ক) এই এডহক কমিটিকে অবশ্যই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর প্রবিধানমালা-২০২৪ এ বর্ণিত প্রবিধান ১০, ১১, ১২, ১৩ ও ১৪ অনুসারে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের কাজ অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করতে হবে। (খ) প্রবিধান ৬৫(২) অনুসারে এডহক কমিটি ম্যানেজিং কমিটির সকল ক্ষমতা প্রয়োগ এবং সকল দায়িত্ব পালন করবে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের ১২/০৪/২০১১ ইং তারিখের শিম/শা: ১১/১০-১১/২০০৯/১৭১ সংখ্যক স্মারকে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী এডহক কমিটি শিক্ষক কর্মচারী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট