কলমে:: রোকেয়া ইসলাম
মানুষরূপী নরপিশাচ তোরা,
তোদের নেই হৃদয়-প্রাণ,
পিশাচের মতো গন্ধ শুঁকে
নারীর শরীরের নিতে চাস ঘ্রাণ।
নিষ্ঠুর হৃদয়, পাষাণ তোরা,
লালসায় ভরা তোদের মন,
ভুলে যাস কীভাবে বল?
তোরও তো আছে মা-বোন!
নারীর অশ্রু ঝরিয়ে তুই,
করিস উল্লাস, গাহিস জয়,
যে আগুনে পোড়াস নারীদের,
সেই আগুনেই হবে তোদের ক্ষয়!
ভেবেছিস কি একবারও,
যখন আসবে বিচার-দিন?
নারীর অভিশাপে পুড়বি,
গুনতে হবে সব ঋণ!
ধরার বুকে পাবি শাস্তি,
পাবি না সময় ফিরে,
চারিপাশ অন্ধকার হয়ে
ধরবে তোদের ঘিরে।