নারী পাপী
রোকেয়া ইসলাম
পাপ না করেই পাপী হইলাম
এই সমাজের চোখে,
মেয়ে বলে এই সমাজকে
পারিনি দিতে রুখে।
মেয়ে মানুষ হয়েছি
এইটাই বড় পাপ,
কিছু হইলে সমাজ বলে,
নদীতে দিস না ক্যান ঝাপ?
উঠতে বসতে শুনতে হয়
নানান জনের নানান কথা,,
কেউ শোনেনা, কেউ জানেনা
আমার মনের ব্যথা।
কেউবা উপর উপর দেখায়
আমি তোমার আপন,
সেও মনে মনে ফন্দি আঁটে
কবে পড়াবে কাফন।
মিথ্যার উপর মিথ্যা
তাও হজম করা লাগে,
জানিনা এই অন্ধ সমাজ
কবে জানি জাগে।