আবদুর রহিম ( চট্টগ্রাম মহানগর প্রতিনিধি) ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ‘ দৈনিক মানবকন্ঠ ” এর চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক জনাব আলমগীর নুর। গত ১০ ফেব্রুয়ারি দৈনিক মানব কন্ঠের ঢাকাস্থ অফিসে দৈনিক মানবকন্ঠের সিইও জনাব সোহরাব হোসেন দৈনিক মানবকন্ঠের চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান হিসেবে জনাব আলমগীর নুরকে নিয়োগপত্র হস্তান্তর করেন। দৈনিক মানবকন্ঠের চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পাওয়া বিশিষ্ট সাংবাদিক, লেখক ও গবেষক জনাব আলমগীর নুর চট্টগ্রাম রির্পোটার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, চট্টগ্রাম প্রেস ক্লাব এর নবগঠিত আহবায়ক কমিটির সদস্য। তিনি মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠনসহ চট্টগ্রামের বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত থেকে সমাজ ও রাষ্ট্রের সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। দৈনিক মানবকন্ঠের চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান হিসেবে নিয়োগ পাওয়ায় চট্টগ্রাম রির্পোটার্স ইউনিটিসহ চট্টগ্রামের বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন এবং শুভেচ্ছা জানান।