সাইফুজ্জামান (স্টাফ রিপোর্টার); গতকাল বুধবার ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নে পুলিয়া বাজারে বিএনপির কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে উপজেলা পুলিযা বাজারে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়, মোহাম্মাদ জনি মুন্সির সভাপতিতে, মোহাম্মদ মুহিদুল আকনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলার কৃষক দলের সাবেক সভাপতি মোহাম্মদ সাঈদ হোসেন, ফারুক মাতুব্বর, মোঃ জনি রহমান , মোঃ সাঈদ মুন্সী, সোহাগ মিয়া , মজিবুর রহমান, সহ বিভিন্ন নেতৃবৃন্দ। কৃষকদের সামাজিক উন্নতি ও নানা সমস্যা সমাধানের জন্য, অনুষ্ঠানের কৃষকদের সমস্যা নিয়ে বক্তব্য রাখেন, বক্তারা শহীদ জিয়ার কৃষি নির্ভর কৃষিবান্ধব রাজনীতি ও কৃষি কাজের সরকারি ভর্তুকি কৃষকদের পণ্যের ন্যায্য মূল্য, সহ আধুনিক কৃষি যন্ত্রপাতি,কৃষকদের জীবনমান উন্নতির জন্য বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। বক্তারা বলেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে, স্বনির্ভর হবে বাংলাদেশ । কৃষকদের বাঁচাতে সর্বপ্রথম সঠিকভাবে সরকারি ভর্তুকি কৃষকদের মাঝে পৌঁছে দিতে হবে, করতে হবে কৃষি ভাতা যার মাধ্যমে কৃষকদের ফসলি জমির কোনো ক্ষতি সাধন হলে ভাতার মাধ্যমে কৃষকরা সমস্যা সমাধান করতে পারবে। এজন্য বাংলাদেশে জিয়ার আদর্শ বাস্তবায়ন করার লক্ষ্যে, আগামী নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে বিএনপিকে জয় যুক্ত করে দেশ পরিচালনা করার সুযোগ দিন।