সাহিদুল ইসলাম (স্টাফ রিপোর্টার)
উত্তরার সেক্টর-৬-এ দম্পতির ওপর হামলার ঘটনায় নতুন মোড় এসেছে। ভাইরাল হওয়া ভিডিওতে যে পুরুষকে নারীর পাশে স্বামী হিসেবে দেখা গিয়েছিল, প্রকৃতপক্ষে তিনি তার স্বামী নন—এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন শম্পা নামের এক নারী, যিনি নিজেকে ওই ব্যক্তির প্রকৃত স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছেন।
শম্পার ভাষ্যমতে, ভিডিওতে দেখা যাওয়া মেহেবুল হাসান আসলে তার স্বামী। কিন্তু তিনি যে নারীর সঙ্গে ছিলেন, নাসরিন আক্তার ইপ্তি, তার সঙ্গে বৈধ কোনো সম্পর্ক নেই। স্বামীর সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ নেই বলে জানিয়ে শম্পা বলেন, এই ঘটনার খবর তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারেন।
ঘটনার পর গণমাধ্যমের সামনে এসে শম্পা যখন তার দাবির কথা জানান, তখনই মেহেবুল হাসান তাকে ফোনে হুমকি দেন। এই ফোনালাপও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা আরও বিতর্কের জন্ম দেয়।
উল্লেখ্য, সোমবার রাত সাড়ে নয়টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে বেপরোয়া গতিতে চলা একটি মোটরসাইকেল একটি রিকশাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে থাকা মেহেবুল হাসান ও নাসরিন আক্তার ইপ্তি এর প্রতিবাদ করলে অভিযুক্ত বাইক আরোহীরা তাদের উপর চড়াও হয়। একপর্যায়ে তারা মারধরের শিকার হন, যার ভিডিও ভাইরাল হলে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়।
কিন্তু এরই মধ্যে শম্পার দাবির কারণে ঘটনাটি নতুন দিকে মোড় নিয়েছে, যা জনমনে আরও প্রশ্নের জন্ম দিয়েছে।