মেঃ মিলন সরকার (কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি)
গাজীপুর জেলার কালিয়াকৈরে দাবীকৃত ১০ লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় কালিয়াকৈর উপজেলার বেগমপুর এলাকায় ক্রয়কৃত জায়গা জোরপূর্বক দখলের পায়তারা করে আসছে ফ্যাসিস্ট সরকারের কিছু দুস্কৃতিকারি তারই ধারাবাহিকতায় ০৭/০২/২০২৫ইং তারিখ রাতের আঁধারে ভেকু নিয়ে গিয়ে জোরপূর্বক ক্রয়কৃত জায়গার বাউন্ডারি ভাংচুৃর এবং জমিতে থাকা বিভিন্ন প্রজাতির গাছ নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে।
এই বিষয়ে ভুক্তভোগী জমির মালিক তাহমিনা আক্তার বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছে। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর থানাধীন বেগমপুর মৌজাস্থীত ১০ শতাংশ জায়গা ক্রয় করে ভোগদখল করে আসছে তাহমিনা আক্তার।
কিন্তু উক্ত জায়গা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ ও ১০ লক্ষ টাকা চাঁদা দাবীসহ হুমকি ধামকি দিয়ে আসছে বেগমপুর গ্রামের দেওয়ান হাশেমের ছেলে আওয়ামী ফ্যাসিস্ট এর দোসর দেওয়ান মহসিন (৪৫), আব্দুল কুদ্দুছের ছেলে তোফাজ্জল হোসেন দুলু (৫০), নুরুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম জুয়েল (৪২), ইয়াছিন আলীর ছেলে শাহআলম (৪০), জমিরুদ্দিনের ছেলে মোজাম্মেল (৪০)। দাবীকৃত ১০ লক্ষ টাকা না দেওয়ায় উল্লেখিত ব্যক্তিরা গত ০৭/০২/২০২৫ইং তারিখ আনুমানিক রাত ৩ ঘটিকার সময় পরিকল্পিতভাবে ভেকু দ্বারা জমির ভিতর প্রবেশ করে জমির চতুর্থ সাইডে দেওয়া বাউন্ডারী গুলো ভাংচুর করতে থাকে এবং জমিতে থাকা রোপনকৃত বিভিন্ন প্রকার ফলজ বনজ গাছ কর্তন করে নষ্ট করে ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করে। জমি দখলের খবর শোনার পর তাহমিনা আক্তার নিরুপায় হয়ে ৯৯৯ এর ফোন করে পুলিশ প্রশাসনের সহযোগীতায় উক্ত জমির নিকটে গেলে উল্লেখিত ব্যক্তিরা তাহমিনা আক্তারকে বিভিন্ন রকমের হুমকি ধামকি প্রদান করে এবং জমির নিকটে আসতে নিষেধ করে দেয়। জমির নিকটে আসলে তাকে খুন করবে বলে হুমকি প্রদান করে বলে তাহমিনা আক্তার সাংবাদিকদের জানান।