1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ১২ মে ২০২৫, ০৬:৩৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ১৮.৫ কেজি ওজনের টুনা মাছ

সাইফুল ইসলাম সাগর (পটুয়াখালী জেলা প্রতিনিধি)
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

সাইফুল ইসলাম সাগর (পটুয়াখালী জেলা প্রতিনিধি) 

বঙ্গোপসাগরে ছত্তার মাঝি (৪৫) নামের এক জেলের জালে ধরা পড়েছে ১৮.৫ কেজি ওজনের একটি টুনা মাছ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মহিপুর মৎস্য বন্দরের মেসার্স ফয়সাল ফিসে (মৎস আড়ৎ) মাছটি নিয়ে আসে। নিলামের মাধ্যমে ১৪ হাজার ৮০০ টাকায় ক্রয় করেন কুয়াকাটা মাছ বাজারের খুচরা পাইকার ফিস ভ্যালির পরিচালক মতিউর রহমান।
এ সময় এত বড় টুনা মাছটি দেখতে ভিড় করেন উৎসুক জনতা।

জেলে ছত্তার মাঝি জানান, কুয়াকাটা সংলগ্ন গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে তারা এই টুনা মাছি ধরা পরে তাদের জালে। মাছটি দেখে ট্রলারে থাকা অন্য জেলেরাও উল্লাস করেন। তিনি আরো বলেন, ২৫ বছর ধরে জেলে পেশায় আছি কিন্তু এত বড় টুনা মাছ এর আগে কখোনোই আমরা পাইনি। এটাই প্রথম বড় আকৃতির টুনা মাছ পেয়েছি আমাদের জালে।

 

ফিস ভ্যালির পরিচালক মতিউর রহমান বলেন, প্রথমত এত বড় টুনা মাছ আমরা বিগত দিনে এই এলাকায় কোথাও দেখিনি। মহিপুর-আলিপুর এবং কুয়াকাটায় প্রতিদিন কোটি কোটি টাকার মাছ ক্রয়-বিক্রয় হয় কিন্তু এত বড় টুনা মাছ আমরা এর আগে শুধু অনলাইনে দেখেছি আর সরাসরি এই প্রথম দেখলাম।
মাছটি নিলামের মাধ্যমে ৮০০ টাকা কেজি দরে ক্রয় করেছি। ১৮. ৫ কেজি ওজনের মাছটির মোট, মূল্য এসেছে ১৪ হাজর ৮০০ টাকা।
আশা করছি মাছটি বিক্রি করে লাভবান হবো।

কুয়াকাটার মাছ ব্যবসায়ী আলমগীর খান বলেন, ১৮ কেজি ওজনের টুনা মাছ সাধারণত এই এলাকায় ধরা পড়ে না, এর আগে আমরা সর্বোচ্চ ৭/৮ কেজি ওজনের টুনা মাছ বিক্রি করেছি। কিন্তু এত বড় টুনা মাছ এই এলাকায় এটিই প্রথম।

কুয়াকাটা সামুদ্রিক ফিস ফ্রাই মার্কেটের ব্যবসায়ী আল-মামুন বলেন, কুয়াকাটায় পর্যটকদের খাবারের তালিকায় সবচেয়ে বেশি জনপ্রিয় সামুদ্রিক ফিস ফ্রাই এবং বারবিকিউ। আর এই খাবারের তালিকায় সবচেয়ে বেশি বিক্রি হয় টুনা মাছ। কিন্তু এত বড় টুনা মাছ আমরা কুয়াকাটায় এর আগে কখনোই দেখিনি এবং বিক্রিও করিনি। তবে এই মাছটি ফ্রাই মার্কেটে নিয়ে পর্যটকদের কাছে বিক্রি করার ইচ্ছে আছে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে সাড়ে ১৮ কেজি ওজনের টুনা মাছ পাওয়া গেছে, এটি মৎস্যজীবীদের জন্য এক ধরনের প্রাপ্তি। কারণ এর ফলে স্থানীয় মৎস্য ব্যবসার সম্ভাবনা আরও বৃদ্ধি হবে বলে মনে করি। মূলত এ ধরনের বড় মাছগুলো সমুদ্রের গভীরে চলাফেরা করে থাকে। হয়তো দলছুট হয়ে এই মাছটি উপকূলের কাছাকাছি এসে জেলেদের জালে ধরা পরেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট