সাহিদুল ইসলাম (স্টাফ রিপোর্টার)
সাবাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান স্বেচ্ছায় গ্রেপ্তার হওয়ার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
পোস্টে তিনি উল্লেখ করেন যে, ফ্যাসিবাদী দমন-পীড়নের শিকার হয়ে জাতীয় নেতা এটিএম আজহারুল ইসলাম এখনো কারাবন্দি। অন্যান্য জাতীয় নেতারা মুক্তি পেলেও তিনি অবিচার ও বৈষম্যের শিকার হয়ে বন্দিজীবন কাটাচ্ছেন।
তিনি আরও লেখেন, “আজহারুল ইসলাম কারাগারে থাকবেন, আর আমি বাইরে—এটা মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমরা সরকারের প্রতি যথেষ্ট ধৈর্য দেখিয়েছি। কিন্তু এই অবিচারের প্রতিবাদে এবং এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আমি নিজেই গ্রেপ্তার হতে চাই। তাই আগামী ২৫ ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গণে উপস্থিত হবো।”
তিনি আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশে বলেন, “আমাকে গ্রেপ্তার করে কারাগারে নেওয়ার ব্যবস্থা করুন। যথাসময়ে নির্ধারিত স্থানে আমাকে পাবেন, ইনশাআল্লাহ।”