এডি পিনব (ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি) শুক্রবার ২৮ ফেব্রুয়ারী রাত ১১টা থেকে পরের দিন শনিবার সকাল ৯টা পর্যন্ত সেতুর মেরামত শেরপুর সেঁতু বন্ধ থাকবে। এজন্য ঢাকা-সিলেট রুটের শায়েস্তাগঞ্জ ও শেরপুর সিলেট অংশের চলমান যানচলাচল বন্ধ থাকবে বলে বৃহস্পতিবার জানিয়েছে তথ্য অধিদপ্তর।
সাময়িক এ অসুবিধায় শায়েস্তাগঞ্জ, মিরপুর (বাহুবল),শ্রীমঙ্গল,মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট রুট ব্যবহারের অনুরোধ করা হয়েছে তথ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে। সেখানে বলা হয়েছে রাত ১১ টা থেকে শনিবার সংস্কার কাজের জন্য বন্ধ থাকবে সেঁতু। জানা যায় শেরপুর সেঁতুর ক্ষতিগ্রস্ত ডেকস্লাব মেরামতের জন্য কাজ চলবে এ সেঁতুর। তথ্য অধিদপ্তর।