মুহাম্মদ তোয়াহার উদ্দিন (স্টাফ রিপোর্টার)
সামাজিক মিডিয়ায় বিভিন্ন মহলের আলোচিত সমালোচিত, কক্সবাজারের চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভূঁইয়াকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার ১লা মার্চ সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ নির্দেশ দেন।
জানা গেছে, ওসির বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে বিভিন্ন বিষয়ে অভিযোগ দেন জনৈক এক স্থানীয় সংবাদকর্মী। জনৈক সাংবাদিক জানান, তাকে থানায় আটক করে নির্যাতন করা হয়েছে। সংবাদকর্মীর এমনতর অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশকে ফোনকলের মাধ্যমে অভিযুক্ত ওসিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা সাথে সাথে দলীয় বিবেচনায় কাজ না করতে পুলিশকে নির্দেশনাও দেয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ও সি কে প্রত্যাহারের সংবাদে সামাজিক মিডিয়ায় বিভিন্ন মহলের মিশ্র প্রতিক্রিয়া বিরাজমান। স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, সঠিক তথ্য পেলে কাউকে ছাড় দেয়া হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেন।