1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৮:০৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

নওগাঁয় পৃথক অভিযানে ডাকাতি ও মাদক মামলার পাঁচ আসামী গ্রেপ্তার

মোঃ আরাফাত আলী (নওগাঁ জেলা প্রতিনিধি):
  • প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫

মোঃ আরাফাত আলী (নওগাঁ জেলা প্রতিনিধি):

নওগাঁয় পৃথক অভিযান চালিয়ে ডাকাতি ও মাদকের মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে পুলিশের একটি বিশেষ দল এ অভিযান চালায় এবং গ্রেপ্তার করে অভিযুক্তদের। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চারজনকে ডাকাতির অভিযোগে এবং একজনকে মাদক বিক্রির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার দুপুরে নওগাঁ পুলিশ সুপার তাঁর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নওগাঁর মান্দা উপজেলার ফেরিঘাট এলাকার আহসান রাজ (২২), দেলুয়াবাড়ী গ্রামের মেহেদী হাসান (৩১), নিয়ামতপুর উপজেলার পরানপুর গ্রামের বিকালশ পাহান (১৭), একই উপজেলার দামপুরা গ্রামের জয় কুমার (১৬) এবং নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি গ্রামের আসলাম হোসেন (৬০)।

পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারওয়ার জানান, ২৪ ফেব্রুয়ারি রাতে নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ বাজারের কাছে স্বর্ণ ব্যবসায়ী নান্টু কুমারকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয় ডাকাত দল। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী আত্রাই থানায় মামলা করলে পুলিশ তদন্তে নামে। তদন্তের একপর্যায়ে গতকাল রাতে মান্দা উপজেলার ফেরিঘাট এলাকা থেকে আহসান রাজকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে একাধিক মামলা রয়েছে।

এছাড়া, ২০২৪ সালের ৯ অক্টোবর নওগাঁর সাপাহার উপজেলার মাইপুর খাড়ী এলাকায় গরু ব্যবসায়ীদের মারধর করে তাঁদের কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় অভিযানে নেমে বিকাশ পাহান ও জয় কুমার নামে দুই ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসলাম হোসেনের বিরুদ্ধে ডাকাতি ও চুরির অভিযোগে মোট ৬টি মামলা রয়েছে।

অপরদিকে, নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি এলাকা থেকে আসলাম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ডাকাতি ও চুরির ৬টি মামলা রয়েছে। একটি পৃথক অভিযানে ২০ গ্রাম হেরোইনসহ মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাঁদের আদালতে হাজির করা হবে বলে পুলিশ জানায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট