মোঃহাফিজুর রহমান উপজেলা প্রতিনিধি মধুপুর (টাঙ্গাইল )
টাঙ্গাইল মধুপুরে স্বজন হারানোর শোক কাটতে না কাটতেই আবারও ট্রাকের চাপায় প্রান গেলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে মধুপুর ধনবাড়ি মহা সড়কের ভাইঘাট বাঘিল কান্দিপাড়া এলাকায়।
জানা যায়, শনিবার (১মার্চ২০২৫)ভোর আনুমানিক ৫টার দিকে মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে উল্টে যায়।
পরবর্তীতে স্থানীয় লোকজন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা উল্টে যাওয়া মালবাহী ট্রাকের নিচ থেকে একজনের মরদেহ ও অপর আরেকজনকে জীবিত উদ্ধার করে।
তাৎক্ষণিকভাবে তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
ট্রাকচালক ঘুমিয়ে পড়ার কারনে এ দুর্ঘটনাটি ঘটতে পারে বলে জানান স্থানীয়রা। বলাবাহুল্য, গত ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে একই মহা সড়কের প্বার্শবর্তী গোলাবাড়ি ব্রীজ সংলগ্ন এলাকায় ট্রাক, অটোরিকশা ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে ৩জনের মর্মান্তিক মৃত্যু হয় এবং অপর ২জন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, এঘটনাও ট্রাকচালক ঘুমিয়ে পড়ার কারনে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার উপর দিয়ে তুলে দিলে এ লোমহর্ষক ঘটনাটি ঘটে।