মোহাম্মদ মামুন উদ্দিন(অনলাইন রিপোর্টার) নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেরির দাবিতে অর্থ বরাদ্দ না মিললে সচিবালয়ের সামনে গণ অর্থ-সংগ্রহ কর্মসূচির ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।
গতকাল নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।
আবদুল হান্নান মাসউদ বলেন, “হাতিয়াবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি নিরাপদ যাতায়াতের জন্য ফেরির ব্যবস্থা করা। মাননীয় উপদেষ্টা আশ্বাস দিয়েছেন যে, দ্রুত সময়ের মধ্যে ফেরিঘাটের জন্য অর্থ বরাদ্দ নিশ্চিত করা হবে। তবে, যদি অর্থ বরাদ্দ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বিলম্ব হয়, তাহলে হাতিয়াবাসীকে সঙ্গে নিয়ে সচিবালয়ের সামনে গণ অর্থ-সংগ্রহ কর্মসূচি পালন করা হবে।”
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে হাতিয়ায় ফেরি বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে ইতিবাচক আশ্বাস দেওয়া হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।