 
																
								
                                    
									
                                 
							
							 
                    
ডেস্ক নিউজ
সরকার নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনের নীতিগত অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান। সোমবার (১৭ মার্চ) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পরিবেশ উপদেষ্টা এই তথ্য জানান। তিনি বলেন, ১২ মার্চ আইন উপদেষ্টা আসিফ নজরুল সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইনের খসড়া প্রণয়ন করেছেন, যাতে ধর্ষণ মামলার তদন্ত ও বিচার দ্রুত সম্পন্ন করা যায়।
সচিবালয়ে ধর্ষণবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করা হয়। আইন উপদেষ্টা জানান, সংশোধনের অংশ হিসেবে ১০ ও ১১ মার্চ বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সংশোধিত আইনের খসড়া দ্রুত চূড়ান্ত করার চেষ্টা চলছে, যাতে বিচার আরও কার্যকর হয়।
নতুন খসড়া অনুযায়ী, ধর্ষণ মামলার তদন্তের সময়সীমা ৩০ দিন থেকে কমিয়ে ১৫ দিন এবং বিচার কার্যক্রম ১৮০ দিনের পরিবর্তে ৯০ দিনের মধ্যে শেষ করার বিধান রাখা হয়েছে। পাশাপাশি, বিচারক চাইলে ডিএনএ রিপোর্ট ছাড়াই শুধুমাত্র মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে তদন্ত ও বিচার পরিচালনার সুযোগ পাবেন বলে আইনে অন্তর্ভুক্ত করা হচ্ছে।