মোঃ সফিউল আলম (অনলাইন প্রতিনিধি) দিনাজপুরের বিরল উপজেলার বটতলী এলাকায় শাহী হিমাগার লিমিটেড-৮ অনির্দিষ্টকালের জন্য আলু গ্রহণ বন্ধ ঘোষণা করেছে। এ ঘোষণার পর থেকেই স্থানীয় কৃষকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছেন, হিমাগারের সামনে অবস্থানরত আলুবাহী ট্রাকগুলোর চালক ও ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়েছেন, কারণ তারা জানেন না এই আলুগুলো কী করবেন।
এছাড়া, মাঠে এখনও প্রচুর আলু রয়েছে, যা তুললেই সংরক্ষণের প্রয়োজন হবে। হিমাগার বন্ধ থাকায় এসব আলুর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। চাষিরা আশঙ্কা করছেন, সংরক্ষণের ব্যবস্থা না থাকলে তারা বড় ধরনের লোকসানের সম্মুখীন হবেন। অনেকেই ঋণ নিয়ে আলু চাষ করেছেন, কিন্তু সঠিক সময়ে সংরক্ষণ ও ন্যায্যমূল্যে বিক্রির সুযোগ না থাকায় তাদের বিনিয়োগ ঝুঁকির মুখে পড়েছে।
অন্যদিকে, হিমাগারমুখী আলুবাহী ট্রাক ও অন্যান্য যানবাহনের দীর্ঘ সারির কারণে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিরল থানা পুলিশের দুটি দল যানবাহন চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
কৃষক ও ব্যবসায়ীরা দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন, যাতে হিমাগার পুনরায় চালু করা হয় এবং তারা ক্ষতির হাত থেকে বাঁচতে পারেন। এখন দেখার বিষয়, কর্তৃপক্ষ কী ব্যবস্থা নেয় এবং এই সংকট কত দ্রুত সমাধান হয়।