বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের সাম্প্রতিক মন্তব্যকে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন হিসেবে অভিহিত করেছে। সোমবার (১৭ মার্চ) রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক বিবৃতিতে বলেন, এসব মন্তব্য বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে করা হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের ক্ষেত্রে একটি উদাহরণ এবং ধর্মীয় স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একযোগে কাজ করে যাচ্ছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সংবেদনশীল বিষয়ে মন্তব্য করার আগে সঠিক তথ্য যাচাই করা জরুরি, যেন বিভ্রান্তি বা উত্তেজনার সৃষ্টি না হয়।