নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাবেক সরকার প্রধান শেখ হাসিনার চার বিশ্বস্ত ব্যক্তির বিরুদ্ধে। তিনি অভিযোগ করেন, দায়িত্ব দেওয়ার পর তারা দলের ‘চার খলিফা’ বনে গেছেন এবং নানা অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েছেন।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা উল্লেখ করেন।
পোস্টে নাজমুল বলেন, শেখ হাসিনা চারজনকে দলের দেখভালের দায়িত্ব দিলেও পরে তারা নিজেদের জাতীয় চার নেতার সঙ্গে তুলনা করা শুরু করেন এবং ক্ষমতার অপব্যবহার করতে থাকেন। তিনি আরও বলেন, ৪ আগস্ট পর্যন্ত এরা শেখ হাসিনাকে ভুল তথ্য দিয়ে পার্টির মালিক সেজেছিলেন, অথচ নিজের নির্বাচনি আসনও সামলাতে পারেননি।
তিনি দাবি করেন, সেই সময় ছাত্রলীগের সাবেক নেতারা রাস্তায় থেকে দলীয় কার্যালয় রক্ষা করেছিলেন, নাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত।
নাজমুল আরও লেখেন, তাদের কাছে দলের কর্মীদের খবর নেওয়ার চেয়েও নিজেদের নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষার বিষয়টাই গুরুত্বপূর্ণ ছিল। তিনি সতর্ক করে বলেন, যদি সত্য প্রকাশ করা হয়, তাহলে অনেকেই অপ্রস্তুত অবস্থায় পড়বেন।