1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০১:০১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

ফরিদপুরের ভাঙ্গায় রাতের আঁধারে কেটে কেটে ফেলা  হয়েছে রাস্তা

 সাইফুজ্জামান (স্টাফ রিপোর্টার)
  • প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫

 সাইফুজ্জামান (স্টাফ রিপোর্টার) ভাঙ্গা  উপজেলার আজিমনগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ঘোষ গ্রামে দীর্ঘদিনের  চলাচলের রাস্তা রাতের কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় শিক্ষিকার বিরুদ্ধে। এতে করে দুর্ভোগে দুইশত পরিবার। স্থানীয়  সূত্রে জানা যায়, ঘোষ গ্রামের দুইশত পরিবার এই রাস্তা দিয়ে চলা চলাফেরা করে,সেই রাস্তাটি হিংসাত্মক মনোভাবের কারণে  স্থানীয় শিক্ষিকা চায়না বেগম মাটি কেটে অন্যত্র সরিয়ে ফেলে প্রায় ৭ বছর আগে তার নিজের জমির উপর দিয়ে রাস্তাটি যায়, সেই সময় রাস্তার বিষয়ে বাধা প্রদান না করে। এখন কেন এই রাস্তাটির মাটি কেটে গর্ত করে চলাচলের অযোগ্য করে ফেলে,  রাস্তা দিয়ে সাধারণ মানুষ, ছেলে-মেয়েরা স্কুলে যায়, অটো ভ্যানে করে মালামাল নিয়ে যায়। রাস্তা কেটে ফেলার কারণে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ।

এ বিষয়ে শিক্ষিকা চায়না বেগম জানান, এটা কোন রাস্তা না ,পুকুরের পাড়ি।আমাদের  মাটি সরানোর দরকার  এজন্য আমি মাটি সরিয়ে ফেলেছি। এই রাস্তা বাদেও আরো দশ ফূট আমাদের জায়গা পুকুরের ভিতরে আছে। তিনি আরও বলেন,এই রাস্তা কাটার সময় আমাকে এবং আমার পরিবারের লোকজনদেরকে মাইরধর করা হয়েছে। এ বিষয়ে আমি ভাঙ্গা উপজেলা ইউএনও অফিসে অভিযোগ জানিয়েছে।

গ্রামের ভুক্তভোগী কয়েকজন জানান,বিভিন্ন মালামাল কাঁধে করে বহন করতে হচ্ছে। বিষয়টি দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

এ বিষয়ে ভাঙ্গা উপজেলা সহকারি কমিশনার ভূমি মিশকাতুল জান্নাত রাবেয়া জানান, একপক্ষের অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট