মুহাম্মদ হাবিব,(ভোলা প্রতিনিধি): ভোলা জেলার মনপুরায় দুঃস্থ্য ও অসহায়দের মধ্যে ঈদের স্পেশাল ভিজিএফ এর চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির নেতা-কর্মীদের সাথে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন নেতাদের সাথে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।এতে তিন দলের ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছে।আহতদের মনপুরা হাসপাতালে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।পরে নৌ-বাহিনী ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।রোববার দুপুর ১২ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকায় ইউনিয়ন পরিষদের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনা ও আহত সূত্রে জানা যায়,রোববার সকাল ১০ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকায় ইউনিয়ন পরিষদে প্রশাসকের নেতৃত্বে চাল বিতরণ কার্যক্রম চলছিল।পরে একতরফা বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ওই চাল বিতরণের প্রতিবাদে স্থানীয় জামায়াত ও ইসলামী আন্দোলনের নেতারা একসাথে বিক্ষোভ মিছিল করে।একপর্যায়ে তারা মিছিল নিয়ে ইউনিয়ন পরিষদের সামনে গেলে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ শুরু হয়।এতে ঘন্টাব্যাপি ত্রিমুখী সংঘষের ঘটনা ঘটে। এতে তিন দলের ১৫ জন কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।আহতদের মধ্যে ইসলামী আন্দোলন ও জামায়াতের কর্মীরা হলেন-নোমান, মহিউদ্দিন,মোঃ মাহিন,মোঃ রাসেদ,আব্বাস ও মোঃ কাউসার।অপরদিকে বিএনপির আহত কর্মীরা হচ্ছে মোঃ মামুন,মোঃ এরশাদ,আব্বাস,সহিজল ও মিল্লাদ।এদের সবার বাড়ি উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে।ত্রিমুখি সংঘর্ষের খবর পেয়ে নৌ-বাহিনী ও পুলিশের সদস্যরা উপস্থিত হলে পরিস্থিত শান্ত হয়।এ সময় ওই ইউনিয়ন পরিষদে দুই ঘন্টা চাল বিতরণ বন্ধ থাকে।পরে পরিস্থিতি শান্ত হলে ও তিন দলের নেতাদের সাথে বৈঠকের পর ফের চাল বিতরণ শুরু হয় বলে জানান উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন।উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সভাপতি মুফতি এনায়েত উল্লাহ জানান,প্রত্যেক বছর উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদ থেকে আমাদের দলের অসহায় নেতা-কর্মীদের চাল পেতেন।কিন্তু এই বছর আমাদের অসহায় নেতা-কর্মীদের চাল না দিয়ে একতরফা বিএনপির নেতা-কর্মীদের চাল দেওয়া হয়।এর প্রতিবাদ জানিয়ে আমরা মিছিল করি।পরে ইউনিয়ন পরিষদের প্রশাসকের কাছে প্রতিবাদ করতে গেলে বিএনপির নেতা-কর্মীরা আমাদের উপর হামলা করে আহত করে।উত্তর সাকুচিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবু সুফিয়ান অভিযোগ করে জানান,একতরফাভাবে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে চাল বিতরণ করা হয়।এর প্রতিবাদে মিছিল শেষে প্রশাসকের কাছে আসলে বিএনপির নেতা মোশারেফ, সামসু ও ফিরোজের নেতৃত্বে আমাদের ওপর হামলা করা হয়।এতে আমাদের বেশ কিছু নেতা-কর্মীরা আহত হয়।
উত্তর সাকুচিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোশারেফ জানান,আমরা হামলা করেনি বরং গোলমাল পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যাই।
মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি)আহসান কবির জানান,চাল বিতরণ নিয়ে বিএনপি-জামায়াত ও ইসলামী আন্দোলন নেতাদের মধ্যে মারামারি ঘটনা ঘটে।পরে নৌ-বাহিনী ও পুলিশ সদস্যদের অবস্থানের পর পরিস্থিতি শান্ত রয়েছে।এ ব্যাপারে কেউ এখনও অভিযোগ করেনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিখন বনিক জানান,চাল বিতরণের সময় তিন দলের নেতা-কর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। খবর পেয়ে নৌ-বাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।