রাইসুল ইসলাম খোকন, স্টাফ রিপোর্টার :
জামালপুরের সরিষাবাড়ীর তালতলা এলাকায় সরকারি বিল দখল করাকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় ও দোকানপাট বাড়িঘর ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়ন বিএনপি। মহাদান ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সংবাদ সম্মেলনে জামালপুর জেলা বিএনপির জলবায়ু বিষয়ক সম্পাদক অধ্যাপক আব্দুল আউয়াল বলেন, তালতলা সরকারী বিল নিয়ে যে হুড়োহুড়ি চলছে এর মধ্যে আমি বিন্দুমাত্র সম্পৃক্ত না, এখানে আমার আত্মীয় ওয়ারিশ কোন দিন যাইনি আর ভবিষ্যতে যাবেও না। আমার মান সম্মান ক্ষুণ্ন করার জন্য তারা বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছে। বক্তারা আরও বলেন,
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার উস সাদাত লানজুর নেতৃত্বে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন লিটন, বহিষ্কৃত নেতা আঃ ওয়াদুদ ও সাবেক ইউপি সদস্য ইসাহাক আলীসহ তার লোকজন নিয়ে ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় ভাংচুর করে। এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের প্রতীক তারেক রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদারের ছবি ভাঙচুর ও ছিঁড়ে ফেলা হয়েছে। পরে হামলাকারীরা আব্দুল আওয়ালের বাড়িঘরসহ ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে। এ সময় আরও বক্তব্য দেন মহাদান ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল ওয়াহাব। এলাকাবাসী এখন আতঙ্কের মধ্যে রয়েছে।