আকাশ খান (রৌমারী উপজেলা প্রতিনিধি )
রমজানের পবিত্রতা ও মাহাত্ম্য তুলে ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামী যাদুরচর শাখার উদ্যোগে একটি বিশাল ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলটি সায়দাবাদ হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রৌমারী উপজেলা শাখার আমীর, অধ্যক্ষ মোঃ হায়দার আলী। সভাপতিত্ব করেন যাদুরচর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি, আলহাজ্ব আলী কব্বার কারী সাহেব।
অনুষ্ঠানে আগত স্থানীয় ওলামায়ে কেরাম রমজানের ফজিলত ও গুরুত্ব নিয়ে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন। তারা বলেন, রমজান মাস আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের উত্তম সময়। এ মাসে ইবাদত-বন্দেগি বৃদ্ধি করা, আত্মসংযম অনুশীলন করা এবং গরিব-দুঃখীদের সাহায্য করা প্রত্যেক মুসলমানের কর্তব্য।
ইফতার মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লি ও তরুণ সমাজ বিপুল সংখ্যায় অংশগ্রহণ করেন। মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী যাদুরচর শাখার এই আয়োজন স্থানীয় জনগণের মাঝে প্রশংসিত হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।