বাংলাদেশ জামায়াতে ইসলামী ডেমরা মধ্য থানার উদ্যোগে সুবিধাবঞ্চিত, অসহায়, দুস্থ ও পথশিশুদের মাঝে ঈদ পোশাক বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও দেশের বহু মানুষ দুর্দশাগ্রস্ত অবস্থায় দিন কাটাচ্ছে, যা একটি জাতির জন্য দুঃখজনক।
বক্তারা উল্লেখ করেন, বাংলাদেশে সম্পদের অভাব নেই, তবে দক্ষ ও নৈতিকতাসম্পন্ন নেতৃত্বের অভাবে শোষণ ও দুর্নীতি সমাজকে পিছিয়ে দিয়েছে। প্রকৃত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন, যা ন্যায়বিচার ও জনগণের অধিকার নিশ্চিত করবে।
সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, ইসলামী মূল্যবোধে গঠিত সমাজেই ধনী-গরিবের বৈষম্য দূর হবে এবং একটি সমৃদ্ধ দেশ গড়ে উঠবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আরও বলা হয়, স্বাধীনতার প্রকৃত অর্থ হলো জনগণের অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা। সাম্প্রতিক সময়ে দেশে জনগণের অধিকারের পুনঃপ্রতিষ্ঠা হয়েছে, যা টিকিয়ে রাখা জাতীয় দায়িত্ব।
ডেমরা মধ্য থানা আমীর মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারী হাসান মোহাম্মদ শিবলীর পরিচালনায় আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।