ঢাকা, ৩০ মার্চ: দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবার (৩১ মার্চ) সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা ও পর্যালোচনা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি জানান, দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় ২৯ রোজা শেষে আগামীকাল ঈদ উদযাপিত হবে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস।
উল্লেখ্য, ঈদের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় প্রতি বছর তা পরিবর্তিত হয়। চান্দ্র মাস সাধারণত ২৯ বা ৩০ দিনের হয়, তাই ঈদের দিন নির্ধারণের জন্য রমজানের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়।
এদিকে, আজ রোববার সৌদি আরবসহ কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, তুরস্ক, ইয়েমেন, ফিলিস্তিন ও সুদানে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।
প্রসঙ্গত, পবিত্র রমজানের এক মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের ১ তারিখে মুসলিম উম্মাহ ঈদুল ফিতর উদযাপন করে, যা ইসলামের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব।