বিক্রম হুসাইন কাব্য ( চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি) :
নতুনপাড়া যুব উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে ৩৫টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের ঈদের আনন্দে সামিল করতেই সংগঠনটি প্রতিবছর এই মহতী উদ্যোগ গ্রহণ করে থাকে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের আনন্দ সবাইকে ভাগাভাগি করে নেওয়ার জন্যই এই আয়োজন। তারা আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা চলবে।
স্থানীয়রা নতুনপাড়া যুব উন্নয়ন ফাউন্ডেশনের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এ ধরনের উদ্যোগ সমাজে দারিদ্র্য দূর করতে এবং মানুষের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
সংগঠনের নেতৃবৃন্দ সমাজের সামর্থ্যবান মানুষদেরও অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন, যাতে সমাজে সম্প্রীতি ও মানবিকতা আরও বিস্তৃত হয়।