মুহাম্মদ তোয়াহার উদ্দিন (স্টাফ রিপোর্টার)
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র এবং বিভিন্ন সামাজিক মিডিয়ায় জানা যায়, শুক্রবার রাত প্রায় ৯ টার দিকে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ভেওলা মানিক চর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দিয়ারচর এলাকার অটোরিকশা চালক মোঃ ইউনুসের ছেলে নুরুল আমিন প্রকাশ কালা সোনা কে স্থানীয় দিল মোহাম্মদ গং এর লোকজন উপজেলার ভেওলা মানিক চর ইউনিয়নের বানিয়ারচর মাদ্রাসার পাশ থেকে ধরে নিয়ে একই ইউনিয়নের মুবিন পাড়া কিল্লার পশ্চিমে প্রতিপক্ষের বাড়িতে নিয়ে রশি দিয়ে বেধে ধারালো অস্ত্র দিয়ে হাত কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত কালা সোনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করার পরামর্শ প্রদান করেন।জনৈক প্রতিবেশী সুত্রে জানা গেছে দু’পক্ষই খারাপ প্রকৃতির লোক। এক পক্ষ চুরি করে মোটরসাইকেল বিক্রি করে দিছে। অন্য পক্ষ চুরি করে অটোরিকশা বিক্রি করে দিছে। এ নিয়ে দুপক্ষের মধ্যে ঝগড়া হয়। আজকে একপক্ষ থেকে মোবাইল নিয়ে পালিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষের লোকজন কালা সোনাইয়াকে ধরে নিয়ে হাত কে’টে দিছে।
দু’পক্ষই অত্যন্ত খারাপ প্রকৃতির লোক বলে জানান স্থানীয়রা।এলাকায় সুষ্ঠু, শান্ত ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করার জন্য একটা আইন প্রয়োগ কারী সংস্থার অভিযান খুবই জরুরি বলে মনে করেন অত্র এলাকাবাসী। এ সব সন্ত্রাসীদের লালন পালনের কিংবা ইন্ধন দাতাদেরও ধরে আইনের আওতায় আনাও জরুরি বলে জানান এলাকাবাসী। এভাবে চলতে থাকলে যে কোন সময় আরো হত্যা কান্ড সংগঠিত হবার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।