মোঃ লিমন আলী (জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ)
ফিলিস্তিন এর উপরে ইসরায়েল গণহত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্রম মিছিল অনুষ্ঠিত করে সিরাজগঞ্জ জেলা সকল ধরনের মানুষ। আজ ৭ ই এপ্রিল ( সোমবার) দুপুর দুইটা সময় সিরাজগঞ্জ পৌরসভা কেন্দ্রের জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে এরিসর্ট মোবাইল কর্নার গিয়ে সিরাজগঞ্জ পৌরসহ মুক্তির সোপানি বক্তব্যের মাধ্যমে সম্পন্ন হয়।
সিরাজগঞ্জবাসীর জন্য একটি গৌরবময় ইতিহাস হয়ে থাকবে, ইনশাআল্লাহ। ফিলিস্তিনের পক্ষে আমাদের এই “মার্চ ফর ফিলিস্তিন” হরতাল কর্মসূচি ছিল দলমত নির্বিশেষে সকল সংগঠনের এক অভূতপূর্ব যৌথ উদ্যোগ।
এই কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন বিএনপির সম্মানিত সাইদুর রহমান বাচ্চু ভাই—জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলার আহ্বায়ক,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলা আহ্বায়ক খেলাফত মজলিস সহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং ছাত্র সংগঠনের দায়িত্বশীল, কর্মী ও সমর্থকরা।
আজকের প্রমাণ হয়ে থাকলো—দলমত যাই হোক, ইসলামের প্রশ্নে সিরাজগঞ্জবাসী কোনো আপোষ করে না। আমাদের এই ঐক্য, এই সংহতি বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি এক সুদৃঢ় বার্তা পৌঁছে দিয়েছে।
বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ যেসব সংগঠন ও ব্যক্তি এই কর্মসূচিকে সফল করতে অংশ নিয়েছেন—তাদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও সালাম।
ইনশাআল্লাহ, সিরাজগঞ্জ সবসময় থাকবে সত্য ও ইনসাফের পক্ষে, নিপীড়িতের পাশে।