সেলিম হোসেন মায়া (খাগড়াছড়ি প্রতিনিধি):
খাগড়াছড়ির পানছড়িতে সর্বস্তরের তাওহীদি জনতার উদ্যোগে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
সোমবার (০৭ এপ্রিল) সকাল দশটায় পানছড়ি বাজার কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা দলিলুর রহমান এর সভাপতিত্বে মিছিলটি বাজার উচ্চ বিদ্যালয় মাঠ প্রদক্ষিন করে জিয়া স্কোয়ারে এসে সমাবেশ করে।
সমাবেশে বক্তারা ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর ইসরায়েল কর্তৃক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ভারতে নামাজরত মুসল্লিদের উপর নির্যাতনের নিন্দা জানান।সকল মুসলমানদের জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান এবং ইসরাইলি পন্য বর্জনের ঘোষণা দেয়া হয়।
সমাবেশে উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশ সভাপতি মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সহ সভাপতি নুরুল কায়েশ শিমুল, মুফতি মহিউদ্দিন, মাওলানা নুর মোহাম্মদ, জামায়েত ইসলামী’র সেক্রেটারি হাফেজ মোঃ নুরুজ্জামান, বায়তুল মাল সম্পাদক মাওলানা মোঃ আব্দুল খালেক, ইসলামী আন্দোলনের সভাপতি আবু বক্কর, সেক্রেটারি মোঃ ইব্রাহিম খলিল, ছাত্র সমম্বয়ক শোয়েব হাসান, সহ সর্বস্তরের মুসলিম তাওহীদি জনত অংশ গ্রহণ করেন।