মোহাম্মদ মামুন উদ্দিন(অনলাইন রিপোর্টার) দুর্নীতির অভিযোগে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী ও তার পরিবারের সদস্যদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন:
মোহাম্মদ আলী (সাবেক এমপি, নোয়াখালী-৬)
আয়েশা ফেরদাউস (স্ত্রী)
সুমাইয়া আলী ঈশিতা (কন্যা)
আশিক আলী ও মাহতাব আলী (পুত্রদ্বয়)
প্রধান অভিযোগসমূহ:
অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ
অবৈধভাবে খাস জমি দখল করে পাঁচতলা হোটেল নির্মাণ
অর্থ পাচার ও সন্দেহজনক লেনদেন
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন
দুদকের আবেদনে বলা হয়, সাবেক এমপি ও তার পরিবার গোপনে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন—এমন তথ্য রয়েছে সংস্থার হাতে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এই নিষেধাজ্ঞা প্রয়োজন ছিল।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়। এরপর মোহাম্মদ আলী তার হাতিয়ার চর কৈলাশের নিজ বাড়িতে অবস্থান করছিলেন। ১০ আগস্ট রাত ৩টার দিকে নৌবাহিনী তাকে ও পরিবারের সদস্যদের হেফাজতে নেয়।
উল্লেখ্য, মোহাম্মদ আলী জাতীয় পার্টি, স্বতন্ত্র ও সর্বশেষ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং তার স্ত্রী আয়েশা ফেরদাউস সহসভাপতির দায়িত্বে রয়েছেন।