মোঃ রাকিব হাসান (পঞ্চগড় জেলা প্রতিনিধি)
ভজনপুর বাজার চলছে রাত ভোর মান উন্নয়ন এর কাজ আর এই কাজ কে ঘিরে আছেন ভজনপুর বাসী।
ভজনপুর বাজার ড্রেন এর মান উন্নয়ন এর কাজ চলে রাত ভোর ভজনপুর বাজার কিছু ও অসাধু ব্যবসায়িক বিভিন্ন ভাবে ড্রেন এ ময়লা আবর্জনা ফেলে ড্রেন বন্ধ করে দেয়
তবে দোকান এর সব বাজে অক্ত ময়লা ফেলে ড্রেন বন্ধ করার অভিযোগ উঠে এসেছে ভজনপুর বাজার কিছু অসাধু ব্যবসায়ীক দের ।
তবে সাবেক ছাত্রনেতা জনাব মোঃ হামিদুল হাসান লাবু বলেন ভজনপুর বাজারে ভিতর দিয়ে পুরাতন পাকিস্তান আমলের নির্মিত পাকা রাস্তা টি কোন বিভাগের
সড়ক বিভাগ বলেন আমাদের এবং পঞ্চগড় জেলা পরিষদ দাবি করেন আমাদের
আসলে রাস্তা টি কার
উন্নয়ন করবে কে এই নিয়ে সাধারণ জনগণ এর প্রশ্ন
তবে এই রাস্তায় বর্ষাকালে পানিতে সাধারণ মানুষ চলাচল করতে পারে না সারা বাজার জুড়েই পানি ও কাদা লাগে থাকে
ভজনপুর ৬ নং ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ তবিবর রহমান সাথে কথা বলে জানা যায়
ভজনপুর এর কিছু অসাধু ব্যবসায়িক বিভিন্নভাবে রাত ভর ব্যবসা করে রাতের বেলায় ড্রেনের ভেতর ময়লা ঢুকিয়ে চলে যায়। এই নিয়ে ড্রেন বন্ধ হয়ে যায়। তবে এই ড্রেন বন্ধ হয়ে বর্ষাকালে পানি আসলে পানি আর ড্রেনের মধ্যে যায় না রাস্তার উপর দিয়ে আটকে থাকে এবং বর্ষাকালে পানির কারণে রাস্তার উপর অনেক কাদা হয় আর এই কাঁদা হওয়ার কারণে সাধারণ জনগণ অনেক ভোগান্তিতে পড়ে এবং রাস্তা দিয়ে ভালোভাবে চলাচল করতে পারে না
তবে সাধারণ এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারে মহোদয় দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী বলেন ড্রেনের মান উন্নয়নের কাজে সংস্কার করার ব্যবস্থা করে দেন ।
তবে এই নিয়ে উদ্যোগ নিয়েছে সাবেক ছাত্র নেতা ও যুব সম্রাট জনাব মোঃ হামিদুল হাসান লাবু ও ভজনপুর ৬ নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: মুসলিম উদ্দিন সদস্য মোঃ তবিবর রহমান সদস্য মোঃ রিয়াজ উর রহমান ও ভজনপুর বাজার এর বনিক সম্মতির সেক্রেটারি মোঃ জমিরুল ইসলাম জমির ভজনপুর ৬ নং ইউনিয়ন ছাত্র দল এর সভাপতি মো: রাকিব হাসান সেক্রেটারি মোঃ অলি খান শিথিল এবং উপস্থিত ছিল সাধারণ জনগণ ।