বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি॥
রিশালের বানারীপাড়ায় এক প্রবাসীর স্ত্রী চাঁদনীর (৩২) রহস্যজনক মৃত্যুর ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাব্যাপী। সলিয়াবাকপুর গ্রামের একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে বুধবার সন্ধ্যায় এক প্রবাসীর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, নিহত ওই নারী চাঁদনী (৩২), যিনি মধ্যপ্রাচ্যের কুয়েতে কর্মরত আমিনুল ইসলাম গোলন্দাজের স্ত্রী।
নিহতার পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় চাঁদনীর দুই সন্তান, একজন স্কুলপড়ুয়া কন্যা (১৪) ও অপরজন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র (৮) ছিল নানাবাড়িতে, ঝালকাঠির বড় একসাড়াপাড়া গ্রামে। বুধবার সন্ধ্যায় দীর্ঘক্ষণ ধরে চাঁদনীর ঘরের দরজা বন্ধ থাকায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। বারবার ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে তারা পাশের ভবনের ছাদ থেকে জানালার ফাঁক দিয়ে উঁকি দিয়ে দেখতে পান চাঁদনী ঘরের সিলিং ফ্যানে ঝুলছে। পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করা হয়।তৎক্ষণাৎ পুলিশকে খবর দিলে বানারীপাড়া থানা থেকে একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে।
ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করা হলেও, পুলিশ নিশ্চিত করছে না কোনো সম্ভাবনাকে। ওসি মো. মোস্তফা জানান, “ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে। তবে আমরা পারিবারিক ও ডিজিটাল সূত্রগুলো খতিয়ে দেখছি।”এদিকে স্থানীয়দের অনেকে জানিয়েছেন, ‘চাঁদনীর পারিবারিক জীবনে সম্প্রতি কিছুটা অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছিল। তবে এটি শুধুই অনুমান, নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।’
চাঁদনীর হঠাৎ এমন মর্মান্তিক পরিণতি শুধু তার পরিবার নয়, পুরো গ্রামবাসীকেই স্তব্ধ করে দিয়েছে। সকলেরই একটাই প্রশ্ন, এটি কি নিছক আত্মহত্যা, নাকি এর পেছনে আছে কোনো গভীর রহস্য?