আবদুর রহিম ( চট্টগ্রাম মহানগর প্রতিনিধি)
আজ শুক্রবার, ২৫ এপ্রিল চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব জননেতা নাজিমুর রহমান ইউরোলজি অপারেশন ও চোখের চিকিৎসার জন্য বাংলাদেশ বিমানযোগে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশে যাত্রা করেন। এই সময় তাঁর সাথে বিএনপির নেতা-কর্মী ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের সুচিকিৎসা ও সুস্থতা কামনা করে নগরীর মসজিদে আজ শুক্রবার বাদ জুম্মা বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। এতে নগরীর বিভিন্ন ওয়ার্ড এবং থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।