1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

শ্যামনগরের নওয়াবেঁকী কলেজের নব্য সভাপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন।

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

হাবিবুল্লাহ বাহার (স্টাফ রিপোর্টার)


সাতক্ষীরার শ্যামনগরের নওয়াবেঁকী মহাবিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি পদে অপ্রস্তাবিত ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে অভিভাবক ও সচেতন এলাকাবাসীর পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২৬ এপ্রিল (শনিবার) শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবে লিখিত বক্তব্য প্রদান করেন- বিশিষ্ট সমাজসেবক এম, এম, আবুল কালাম। তিনি লিখিত বক্তব্যে বলেন- নওয়াবেঁকী মহাবিদ্যালয় (কলেজ) একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। বিগত ইং-২৭/১০/২০২৪ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সাবেক এডহক কমিটির সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদ কে নিয়ে এডহক কমিটি বিধি মোতাবেক পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেন। পরিচালনা পর্ষদের সকল ক্যাটাগরিতে স্থানীয় সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, অধ্যক্ষ মহোদয়, শিক্ষক বৃন্দ এবং এডহক কমিটির সদস্য বৃন্দ সকলের ঐক্যমতের ভিত্তিতে গত ইং-২৫/০৪/২০২৫ তারিখের এডহক কমিটির মিটিং স্মারক সংখ্যা ০৪/২৫ মোতাবেক নাম প্রস্তাব করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করা হয়। যেখানে সভাপতি পদে এ কলেজের অবসরপ্রাপ্ত প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও ভূমি দাতা এলাকার সর্বজন শ্রদ্ধেয় মোঃ আব্দুল মাজেদ (অবঃঅধ্যক্ষ) কে প্রথমে রেখে ২য় ও ৩য় নম্বরে যথাক্রমে তাশরিফা আফরীন এবং মুহাঃ আলমগীর কবির নাম প্রস্তাব করা হয়। কিন্তু সভাপতি পদে এডহক কমিটি প্রস্তাবিত প্রতিনিধি থেকে সভাপতি না নিয়ে এলাকায় সম্পূর্ণ অপরিচিত ঢাকায় বসবাসরত জনৈক আব্দুস সালাম কে মনোনয়ন দেয়া হয়েছে। নব্য সভাপতি প্রভাব খাটিয়ে কারো মতামতের তোয়াক্কা না করে স্থানীয় গণমানুষের প্রানের দাবী উপেক্ষা করে সম্পূর্ণ অনৈতিক ভাবে সভাপতি পদে মনোনয়ন নিয়েছেন। যার কারনে এহেন কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাকে সভাপতি হিসেবে ঘৃনা ভরে প্রত্যাখ্যান করা হয়। অনতি বিলম্বে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের দাবীর প্রতি মর্যাদা দিয়ে নব্য সভাপতি আব্দুস সালাম কে অব্যহতি দিয়ে এডহক কমিটি কর্তৃক প্রেরিত কমিটি থেকে সভাপতি নির্বাচন করে অনুমোদনের জোর দাবী জানানো হয়। অন্যথায় কলেজটির বৃহৎ স্বার্থে তীব্র আন্দোলনের কর্মসূচী ঘোষণা করা হবে মর্মে সংবাদ সম্মেলনে জানানো হয়। এ বিষয়টি নিয়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় সহ সংশ্লিষ্ট সকল মহলের কাছে জোর দাবী জানানো হয়। এ সময় সচেতন এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন- জিএম আইয়ুব আলী, জহুরুল হক আপ্পু, সাইফুল আলম, এম এম আবু সালেক , মোঃ হাবিবুর রহমান, মাহফুজ এলাহী, রেজাউল ইসলাম রানা, আরাবুজজামান পাভেল, মোঃ ইউনুস আলী ও শরিফুল ইসলাম জুয়েল প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট