1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০২:১৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কিশোরগঞ্জের দুই হাওর উপজেলায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু!

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

মোঃ ইয়াছিন শেখ (কিশোরগঞ্জ প্রতিনিধি)


কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় ও মিঠামইন উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুই কৃষক ও এক নারীর মৃত্যু হয়েছে

 

সোমবার (২৮ এপ্রিল) সকাল ৮টার দিকে মিঠামইন উপজেলার শান্তিগঞ্জ হাওরে ও সকাল সাড়ে ১০টার দিকে অষ্টগ্রাম উপজেলার হালালপুর এবং কলমা হাওরে পৃথক বজ্রপাতের ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- মিঠামইন উপজেলার রাণীগঞ্জ কেওয়ারজোড় এলাকার মৃত আশ্রাব আলীর স্ত্রী কৃষাণী ফুলেছা বেগম (৬৫), অষ্টগ্রাম উপজেলার হালালপুর গ্রামের মৃত যতীন্দ্র দাসের ছেলে ইন্দ্রজীত দাস (৩৬) এবং খয়েরপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে স্বাধীন মিয়া (১৪) ।

 

মিঠামইন থানার এসআই অর্পন বিশ্বাস বলেন, সোমবার সকালে কেওয়ারজোড় ইউনিয়নের রানিগঞ্জ গ্রামে বাড়ির সামনে পতিত জমিতে ধানের খড় শুকানোর সময় আকাশে মেঘ করে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতের আঘাতে ফুলেছা বেগম নিহত হন। খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, সোমবার সকালে কলমা ইউনিয়নের হালালপুর গ্রামের ইন্দ্রজিৎ দাস হাওরে ধান কাটতে যান। এ সময় আকাশে মেঘ করলে বজ্রপাত শুরু হয়। এতে বজ্রপাতের আঘাতে ইন্দ্রজিৎ দাস নিহত হন। অন্যদিকে, সোমবার একই সময় খয়েরপুর গ্রামের বাসিন্দা স্বাধীন মিয়া খয়েরপুর হাওরে মাছ ধরতে যান। মাছ ধরার সময় হঠাৎ আকাশে মেঘ করে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতের আঘাতে স্বাধীন আহত হন। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার স্থানীয় বেসরকারি চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক স্বাধীনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ দুই ঘটনাস্থলেই যায়। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট