1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ১০ মে ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

অতিরিক্ত ভাড়ায় অতিষ্ঠ কিশোরগঞ্জ-ঢাকা চলাচলকারী যাত্রীরা ভাড়া কমানোর জন্য সরকারের পদক্ষেপ চায় ভুক্তভোগীরা

মোঃ ইয়াছিন শেখ (কিশোরগঞ্জ প্রতিনিধি)
  • প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫

মোঃ ইয়াছিন শেখ (কিশোরগঞ্জ প্রতিনিধি)

গাজীপুরের কাপাসিয়া থেকে কিশোরগঞ্জ পর্যন্ত চলাচলকারী বিভিন্ন পরিবহন কোম্পানি কর্তৃক ভাড়া নৈরাজ্য চলছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় প্রশাসন ও পরিবহন মালিকদের অবহেলার কারণে যাত্রীরা হেনস্তার শিকার হচ্ছেন এবং নির্ধারিত ভাড়া থেকেও অনেক বেশি টাকা পরিশোধ করতে হচ্ছে। যাত্রীদের অভিযোগ, সরকার নির্ধারিত ভাড়া উপেক্ষা করে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় পরিবহনগুলো ইচ্ছেমতো অতিরিক্ত ভাড়া আদায় করছে।

কাপাসিয়া, কিশোরগঞ্জ জেলা সদর, পাকুন্দিয়া, কটিয়াদি, হেসেনপুর এবং নরসিংদী জেলার মনোহরদী এলাকার লাখ লাখ যাত্রী এসব পরিবহনের শিকার। স্থানীয় বাসস্ট্যান্ড থেকে শুরু করে ঢাকা, গাজীপুরসহ অন্যান্য গন্তব্যের বাসগুলোর ক্ষেত্রে যাত্রীদের অভিযোগ প্রায় একই। বাসগুলো সাধারণত গেটলক সার্ভিসের মতো ভাড়া আদায় করলেও সেবা দেওয়া হয় লোকাল সার্ভিসের, যা যাত্রীদের জন্য বিরাট অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

বেশ কিছু দিন আগেও ঢাকা-কাপাসিয়া রুটে ‘ঢাকা পরিবহন’, ‘প্রভাতী বনশ্রী পরিবহন’ ও ‘ভাওয়াল পরিবহন’-এর শতাধিক বাস চলাচল করত। তবে বর্তমানে কাপাসিয়া বাসস্ট্যান্ড থেকে এসব রুটে কোনো বাস যাত্রা শুরু করে না, যার ফলে যাত্রীদের কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। স্থানীয় বাসগুলোর মাঝে শুধুমাত্র কিছু পরিবহনই যাত্রীদের টিকিট প্রদান করে, তবে সেই সেবাও অত্যন্ত সীমিত।

পরিবহন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কাপাসিয়া হয়ে কিশোরগঞ্জ, পাকুন্দিয়া, কটিয়াদি, হোসেনপুর এবং মনোহরদী এলাকার বিভিন্ন বাস সার্ভিস চলাচল করে। এর মধ্যে ‘জলসিড়ি এক্সপ্রেস’, ‘অনন্যা পরিবহন’ এবং ‘উজানভাটি পরিবহন’-এর বাসগুলো উল্লেখযোগ্য। তবে এসব পরিবহনগুলো যখন কাপাসিয়ার সীমার মধ্যে ঢোকে, তখন গেটলক সার্ভিসের ভাড়া আদায় করে, কিন্তু বাসে কোন প্রকার সুবিধা বা সেবা সরবরাহ করা হয় না।

একজন যাত্রী, আব্দুলর রহমান জানান, গাজীপুর চৌরাস্তা থেকে কাপাসিয়া পর্যন্ত ২৯ কিলোমিটার দুরত্ব হলেও এখানকার পরিবহনগুলো যাত্রীদের কাছ থেকে ২০০ টাকা ভাড়া আদায় করছে। এমনকি, প্রতিবাদ করলে তাদেরকে নানা ধরনের অশোভনীয় মন্তব্যের সম্মুখীন হতে হয়। একইভাবে, টোক এলাকার বাসিন্দা দিদার হোসেনও অভিযোগ করেছেন যে, টোক থেকে গাজীপুরের দূরত্ব ৪৪ কিলোমিটার হলেও পরিবহনগুলো ১৫০ টাকার পরিবর্তে ১৯০ টাকা ভাড়া আদায় করছে।

অতিরিক্ত ভাড়া আদায়ের পাশাপাশি পরিবহন কোম্পানিগুলোর সিল মারার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। সরকারের নির্ধারিত ভাড়ার চেয়ে আরও বেশি ভাড়া আদায় করা হচ্ছে এবং যাত্রীদের বাধ্য করা হচ্ছে সেই ভাড়া পরিশোধ করতে। পরিবহন কোম্পানির মালিকদের দাবি, অতিরিক্ত বাসের কারণে যানজট সৃষ্টি হচ্ছে এবং ট্রিপ কমে যাওয়ার কারণে তারা যাত্রীদের কাছ থেকে আরও বেশি ভাড়া আদায় করছেন।

এ পরিস্থিতিতে প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপের মাধ্যমে যাত্রীদের অধিকার রক্ষার জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়া জরুরি। সরকারের নির্ধারিত ভাড়া অনুযায়ী পরিবহন চলাচল নিশ্চিত করা এবং যাত্রীদের ওপর অবৈধ চাপ প্রয়োগ বন্ধ করা উচিত,

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট