ডেস্ক নিউজ
ঐক্য’: গণহত্যার বিচার ও আওয়ামী লীগের নিষিদ্ধকরণের দাবিতে নতুন জাতীয় প্ল্যাটফর্মের ঘোষণা আজ
আসছে নতুন এক ঐক্যবদ্ধ জাতীয় জোট—‘জুলাই ঐক্য’। এ জোটের মূল লক্ষ্য ২০২৩ সালের জুলাই মাসে সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক মানসম্পন্ন তদন্ত ও বিচার নিশ্চিত করা, শহীদ ও আহতদের জন্য ক্ষতিপূরণ এবং গণতন্ত্রবিরোধী শক্তি হিসেবে পরিচিত আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা।
বিভিন্ন মতাদর্শের সামাজিক ও রাজনৈতিক সংগঠনসমূহ নিয়ে গঠিত এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা আজ মঙ্গলবার (৬ মে) বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
ইতোমধ্যে ইনকিলাব মঞ্চ, জুলাই রেভ্যুলিশনারি জার্নালিস্ট অ্যালায়েন্স, রক্তিম জুলাই, জুলাই রেভ্যুলিশনারি অ্যালায়েন্স এবং প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশ—এমন একাধিক সংগঠন তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে এই উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছে।
জোটের নেতৃবৃন্দ জানিয়েছেন, ‘জুলাই ঐক্য’ হবে শহীদদের স্মরণ ও ন্যায়বিচারের সংগ্রামে এক নতুন যুগের সূচনা। সকল মতাদর্শের মানুষকে ঐক্যবদ্ধ করে জুলাই অভ্যুত্থানের চেতনা পুনরুজ্জীবিত করাই এই জোটের প্রধান অ
ঙ্গীকার।