আবদুর রহিম ( চট্টগ্রাম মহানগর প্রতিনিধি)
আজ মঙ্গলবার, ৬ মে চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেট জনাবা ফরিদা খানম স্বাক্ষরিত এক সরকারী আদেশে কামরুন নাহার লিজাকে আগামী ২ বছরের জন্য চট্টগ্রাম জেলা কেন্দ্রীয় কারাগারের কারা পরিদর্শক হিসেবে দায়িত্ব প্রদান করেন। জনাবা কামরুন নাহার লিজা চট্টগ্রাম মহানগর মহিলা দলের যুগ্ম সম্পাদিকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ২৮, ২৯ ও ৩৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলার প্রার্থী ছিলেন। কামরুন নাহার লিজা নগরীর সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ীতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম জনাব কবীর আহমেদ চৌধুরী। চট্টগ্রাম মহানগর মহিলা দলের যুগ্ম সম্পাদিকা কামরুন নাহার লিজা চট্টগ্রাম জেলা কেন্দ্রীয় কারাগারের কারা পরিদর্শক নির্বাচিত হওয়ায় মহানগর মহিলা দলের নেতৃবৃন্দ ও চট্টগ্রাম মহানগর, থানা, ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ অভিনন্দন এবং ফুলেল শুভেচছা জানান।