1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৭:৪৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

“তামাকবিরোধী কৌশল রুখতে সুনামগঞ্জের ঐক্য”

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫

এস এম মিজানুর রহমান | সুনামগঞ্জ প্রতিনিধি:


‘তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে পালিত হয়েছে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৫।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (৩০ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

 

আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের উপপরিচালক জনাব শেখ ওয়ালিদ ফয়েজ। তিনি বলেন, “তামাক কোম্পানিগুলো জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়েও নানা কৌশলে তাদের পণ্যকে তরুণ সমাজের কাছে তুলে ধরছে। এই কূটকৌশল রুখতে গণসচেতনতা এবং আইনি পদক্ষেপ জরুরি।”

 

সভায় আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, শিক্ষাবিদ, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং তরুণ সমাজসেবীরা। বক্তারা বলেন, তামাকমুক্ত বাংলাদেশ গড়তে হলে শুধু আইন নয়, প্রয়োজন সামাজিক আন্দোলনও। তারা শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে তামাকবিরোধী কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

 

আয়োজকরা জানান, তামাক নিয়ন্ত্রণে সচেতনতা সৃষ্টি এবং তামাক কোম্পানিগুলোর ধোঁয়াশাময় প্রচারণা রুখতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট