1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

উত্তরায় জমে উঠেছে গরুর হাট, উৎসবের আবহে মুখরিত কোরবানির প্রস্তুতি

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫

ইমাম মেহেদী হাসান (স্টাফ রিপোর্টার):


আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীর উত্তরায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এই হাটে ইতোমধ্যে শুরু হয়েছে জমজমাট কেনাবেচা। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতা-বিক্রেতার ভিড়ে মুখরিত হয়ে উঠেছে উত্তরার বিভিন্ন সংযোগস্থল।
হাট ঘুরে দেখা গেছে, সবচেয়ে বেশি চাহিদা রয়েছে দেশি জাতের মাঝারি আকৃতির গরুর। বরিশাল, ময়মনসিংহ, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া ও সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে খামারিরা এনেছেন তাদের পালিত পশু। গরু ছাড়াও পাওয়া যাচ্ছে ছাগল ও ভেড়া, তবে গরুর বিপণনই সবচেয়ে বেশি।
বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারে পরিবহন খরচ ও গো-খাদ্যের দাম বাড়ায় গরুর দাম কিছুটা বেশি হলেও ক্রেতার উপস্থিতি এবং আগ্রহ সন্তোষজনক। একজন বিক্রেতা বলেন, “এবার খামারে অনেক যত্ন করে গরু লালন করেছি। গরুগুলো ভালো খাবার খেয়ে স্বাস্থ্যবান হয়েছে। তাই দাম একটু বেশি হলেও ক্রেতারা গরু দেখে সন্তুষ্ট হচ্ছেন।”
হাটজুড়ে চলছে দরদাম আর গরু পছন্দ করার ব্যস্ততা। অনেকে পরিবারের সদস্যদের নিয়ে এসেছেন। গরু কিনে অনেকে সাথে সাথেই ছবি তুলে সামাজিক মাধ্যমে দিচ্ছেন, যেন ঈদের প্রস্তুতির আনন্দ সবাইকে জানিয়ে দেওয়া যায়।

এক ক্রেতা বলেন, “প্রথম দিকে দাম একটু বেশি মনে হলেও স্বাস্থ্যবান গরু পেয়ে এখন খুশি। নিজের বাজেট বুঝে দর কষাকষি করেই কিনেছি।” এর পাশাপাশি হাটে ক্রেতাদের নিরাপত্তা ও সেবার বিষয়েও নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। রয়েছে, গো-পানির ব্যবস্থা, এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা। পশুর জন্য ভেটেরিনারি টিম সার্বক্ষণিক তদারকিতে রয়েছে, যাতে অসুস্থ পশু বিক্রি না হয়। আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে রয়েছে পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যরা। হাটে মাইকিং করে সচেতন করা হচ্ছে ক্রেতা-বিক্রেতাদের, যেন কেউ প্রতারণার শিকার না হন। হাটের আশপাশে যেন যানজট না হয়, সে দিকেও বিশেষ নজর রাখা হয়েছে। ঈদের আমেজ শুরু আগেভাগেই এতসব আয়োজনের মধ্য দিয়ে ঈদের আগাম আমেজ ছড়িয়ে পড়েছে রাজধানীর উত্তরাঞ্চলে। উত্তরার এই গরুর হাট এখন শুধু পশু কেনাবেচার কেন্দ্র নয়, বরং ঈদ ঘিরে মানুষের মিলনমেলা, আনন্দ-বিনিময়ের এক প্রাণবন্ত জায়গায় পরিণত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট