ডেক্স নিউজ
প্রতিষ্ঠার পর থেকে ক্রমেই শক্তি বাড়ছে জাতীয় নাগরিক পার্টি-NCP এর।
প্রতিদিনই মহানগর, জেলা, উপজেলা এমনকি ইউনিয়নেও গঠিত হচ্ছে কমিটি।
দীর্ঘদিন ধরে পিরোজপুর জেলায়ও কার্যক্রম চলছে জাতীয় নাগরিক পার্টির।
অল্পদিনের মধ্যেই কমিটি ঘোষণা হতে পারে বলে জানা গেছে।
পিরোজপুর জেলা NCP এর ৪ জন প্রধান সংগঠক রয়েছেন।
তারা হলেন রেদওয়ান তালুকদার, এস এস সৌরভ, সামস রহমান, শাহনেওয়াজ অভি।
তবে রেদওয়ান তালুকদার ব্যক্তিগত সমস্যার কথা বলে কমিটির কোন পদে থাকতে অনাগ্রহী বলে জানা গেছে।
এ বিষয়ে রেদওয়ান তালুকদারের সাথে যোগাযোগ করলে তিনি জানান
“আমি অন্য কোন দলে যোগ দিচ্ছি এমনটা যেন আবার কেউ না ভাবে! একান্ত ব্যক্তিগত ও পারিবারিক ব্যস্ততার কারনে আমি জাস্ট রাজনীতিটা এখন করতে চাচ্ছি না! পরে রাজনীতিতে আসবো”
পিরোজপুর জেলার উপজেলা গুলোতেও জাতীয় নাগরিক পার্টি NCP এর বেশ ভালো অবস্থান রয়েছে।
বিশেষ করে মঠবাড়িয়া, কাউখালী, ভান্ডারিয়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির অবস্থান বেশ শক্তিশালী।
মঠবাড়িয়া উপজেলায় NCP এর ৩ জন প্রধান সংগঠকের নাম জানা গেছে।
এরা হলেন প্রশান্ত হাওলাদার খোকন, মনজুরুল ইসলাম, শফিকুল ইসলাম।
খুব শীগ্রই পিরোজপুরের উপজেলা গুলোতেও জাতীয় নাগরিক পার্টির কমিটি গঠিত হচ্ছে বলে বিভিন্ন নেতৃবৃন্দের কাছ থেকে জানা গেছে।