1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১১:০৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিশেষ অবদান রাখায় ৪০ জনকে সম্মাননা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫

ইয়াসিন আহমেদ শরিফ (স্টাফ রিপোর্টার মৌলভীবাজার)


সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গৌরবজনক ভূমিকার স্বীকৃতি হিসেবে শ্রীমঙ্গলে ৪০ জন গুণীজনকে সম্মাননা স্মারক প্রদান করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) শ্রীমঙ্গল উপজেলা শাখা।
শুক্রবার (২০ জুন) বিকেল ৪টায় নিসচার উপজেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ডাক্তার, পুলিশ কর্মকর্তা, শিক্ষক, মানবাধিকারকর্মী, সাংবাদিক, শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে এ সম্মাননা প্রদান করা হয়।
নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক উত্তম রায় এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মোঃ আমজাদ হোসেন রনি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ লাইফ হাসপাতালের চেয়ারম্যান ও নিসচার উপদেষ্টা ডা. নাজেম আল কোরেশী রাফাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল শহর ও যানবাহন পুলিশের পরিদর্শক (টিআই) এস এম জালাল উদ্দিন।
সম্মাননা প্রাপ্তদের মধ্যে ছিলেন—ডা. নাজেম আল কোরেশী রাফাত, টিআই এস এম জালাল উদ্দিন, সেফ দ্য ফিউচার ফাউন্ডেশনের সভাপতি মতিউর রহমান মতিন, নিসচার সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ অন্যান্যরা।

প্রধান অতিথি বলেন, “সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে শুধু আইন প্রয়োগই নয়, প্রয়োজন সামাজিক সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ। নিসচা সেই দায়িত্ববোধ থেকেই নিরলস কাজ করে যাচ্ছে।” এমন আয়োজনের জন্য নিসচা শ্রীমঙ্গল শাখাকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে সকল সম্মানিত ব্যক্তিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট