 
																
								
                                    
									
                                 
							
							 
                    
বারকুল্লাহ ইসলাম (বারেক) নাটোর জেলা প্রতিনিধি:
নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক ও লক্ষীপুর খোলাবারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান কালুকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) রাতে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান কালুকে একটি হত্যা মামলা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া হালশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিককে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে ছাত্র-জনতার উপর হামলাসহ বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়ায় চলমান। আইন গত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।
প্রসঙ্গত, এই দুই চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন তারা, আওয়ামী লীগ সমর্থক হিসেবেই পরিচিত তারা।